প্রথম কণ্ঠ নিজজ পোর্টালএ প্রকাশিত সংবাদ এর নিন্দা ওপ্রতিবাদ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কসবার মুক্তির আলো মেডিকেল হলের স্বত্বাধিকারী কবিরাজ দ্বীজেন সুদন আচার্য্য তিনিপ্রতিবাদ লিপি বলেন গত ২৯শে অক্টোবর ২০১৯অনলাইন নিউজ পোর্টাল প্রথম কণ্ঠ নিউজ পোর্টালে শিরোনাম ভন্ডামীর অপর নাম কবিরাজ আচার্য্য এর প্রতিবাদ অনলাইন নিউজ পোর্টাল প্রথম কণ্ঠ সম্পাদক মোহাম্মদ আলমগীর গত সেপ্টেম্বর মাসে আমার বাড়িতে কয়েক দফা আসে এবং আমাকে বলে আপনি কে কবিরাজি করছেন তার কোন আইনগত ভিত্তি নেই আমি যে কোন সময় আপনাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত তালাশ নামে যে পর্বটি দুর্নীতিবাজদের নিয়ে প্রকাশ করে থাকে আমি তাদেরকে দিয়ে আপনার বিরুদ্ধে নিউজ করে স্থানীয় পুলিশ দিয়ে হয়রানী করতে পারব নতুবা আপনি আমাকে প্রতিমাসে আমার পত্রিকার জন্য ১০০০০ টাকা দিতে হবে আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে গত ২৯ অক্টোবর মোহাম্মদ আলমগীর সম্পাদিত প্রথম কণ্ঠ অনলাইন নিউজ পোর্টালে আমার নামে ভন্ডামির অপর নাম কবিরাজ আচার্য এই শিরোনামে যে নিউজটি করে তা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন ও বানোয়াট তার হীন স্বার্থ উদ্ধারের আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কসবা পৌরসভা ট্রেড লাইসেন্স নিয়ে এবং যথারীতি সরকারকে আয়কর দিয়ে ব্যবসা করে থাকি এবং আমার ব্যবসায়ী উপকারভোগী তারা সকলেই এই সংবাদ প্রতিবাদ করে উল্লেখ্য যে আমার কোন রোগী আমার বিরুদ্ধে কোন অভিযোগ করেনি আমার নিকট হতে অবৈধ উপায়ে অর্থ না নিতে পেরে আমার বিরুদ্ধে উক্ত সংবাদ পরিবেশন করেছে আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাই আমার ট্রেড লাইসেন্স নং১১০ আমার হলফনামা নং৩৮১ আয়কর নং৩২৩১১১১১১৫ উল্লেখ্য যে আমি প্রথম কণ্ঠ অনলাইন নিউজ পোর্টালে প্রতিবাদ দেওয়ার পর প্রতিবাদ প্রকাশ না করায় অন্য পত্রিকায় আমি প্রতিবাদ প্রকাশ করলাম Related posts:বাংলাদেশের মানুষের তো এত অমানবিক হওয়ার কথা না : প্রধানমন্ত্রীনরসিংদী প্রেসক্লাবের নির্বাচন মাখন সভাপতি, মন্টি সাধারণ সম্পাদক নির্বাচিতবিজয়নগরে র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি সুস্ততা কামনায় দোয়াও আলোচনা Post Views: ৫৯১ SHARES গণমাধ্যম বিষয়: