বিজয়নগরে বৌভাতে গরুর মাংসে বিষ মেশানোর অভিযোগ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি বিয়ের বৌ ভাত অনুষ্ঠানে খাবারের মাংসের সাথে বিষ মিশানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এক কসাইকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মৃত সাজুত খানের ছেলে মো: আইয়ুব খান (৩০) এর বিয়ের বৌভাত অনুষ্ঠান ছিল । অনুষ্ঠানে খাতাবাড়ী গ্রামের মাসুম (৫০) বাবুর্চি রান্না করার সময় হঠাৎ মাংসের রং পরিবর্তন হয়ে যায়। এতে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি নিয়ে বিয়ে বাড়িতে আতঙ্ক সৃষ্টি হলে তারা কসাই রাজীবের (৩০) কাছে ছুটে যায় এবং রাজীবকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে রাজীব পাশের গ্রামের বাবুর্চি আব্দুল এর নাম বলেন। উক্ত বাবুর্চিকে কাজ না দেওয়ায় তার পরামর্শে একাজ হয়েছে বলে জানান কসাই রাজীব। এ বিষয়ে বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এস এম আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় রাজীব নামে এক কসাইকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ এখনো দেয়নি। Related posts:সাবেক ছাএনেতাঃ আলোচিত রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খান আর নেইনাসিরনগরে অবৈধভাবে বালু উত্তোলনে:: বাঁধা দিলে সরকারী কর্মকর্তাদের প্রাণনাশের হুমকিঅধ্যক্ষ সম্মেলন: উন্নয়ন ও শান্তির পক্ষে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর Post Views: ৫৬৬ SHARES জাতীয় বিষয়: