ব্রাহ্মণবাড়িয়ায় ভূয়া সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক
বিজয়নগর
নিউজ

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হেলাল উদ্দিন (৪৩) নামক এক ভুয়া সাংবাদিককে ৭শ’ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সে পৌরশহরের গোর্কণঘাট এলাকার বাসিন্দা। এ সময় জাকির হোসেন নামে এক সহযোগিকে আটক করে পুলিশ। সাংবাদিক পরিচয় দিয়ে হেলাল দীর্ঘদিন যাবৎত কৌশলে মাদক ব্যবসা করছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর হেলাল পুলিশের কাছে একটি সংবাদপএের ব্রাহ্মণবাড়িয়া ক্রাইম রিপোর্টার বলে পরিচয় দিয়ে কার্ড দেখান। পরে ওই সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে তার দেওয়া পরিচয় ভুয়া প্রমাণিত হয় বলে জানান পুলিশ। আজ বৃহস্পতিবার মাদক আইনে মামলা দিয়ে তাদের দুইজনকে জেলা বিজ্ঞ আদালতে তাকে পাঠানো হয়েছে জানিয়েছে পুলিশ। এর আগে বুধবার বিকালে উপজেলা মনিয়ন্দ এলাকা থেকে আখাউড়া থানা পুলিশ এই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।এ সময় তল্লাশি চালিয়ে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল সেট, একটি ভুয়া সাংবাদিক আইডি কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রসুল আহম্মেদ নিজামী বলেন, ভূয়া সাংবাদিকতার পরিচয়ে হেলাল তার সহযোগি নিয়ে কৌশলে মাদক ব্যবসা করছেন। ইয়াবাসহ আটক দুজনকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।