ব্রাক্ষনবাড়িয়ায় র্যাবের হাতে পাসপোর্টের ১২ দালাল আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ ব্রাক্ষনবাড়িয়ায় র্যাবের হাতে পাসপোর্টের ১২ দালাল আটক ব্রাক্ষনবাড়িয়া।। ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান পাসপের্ট ও পাসপোর্ট তৈরীর সরঞ্জামাদিসহ দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প। পরে প্রত্যেক আসামীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী। ১৯ নভেম্বর সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ নেতৃত্বে একটি আভিযানিক দল ১। শাজাহান মোল্লা (৪১), পিতা- মকবুল হোসেন মোল্লা, সাং-মেড্ডা, থানা-সদর, ২। মোঃ সুমন মিয়া (২৫), পিতা-মৃত ইউনুস মিয়া, সাং-দেলী, থানা-কসবা, ৩। মোঃ ফজলে রাব্বি (৩৬), পিতা- মোঃ শহিদুল হক, সাং-মন্ধারপুর, থানা-কসবা, ৪। মোঃ ইবাদুল্লাহ (২০), পিতা-মোঃ ইমানুল্লাহ, সাং-কল্যানপর, থানা-বিজয়নগর, ৫। মোজাম্মেল (২০), পিতা- মোঃ কালাম মিয়া, সাং-ঘাটুরা, থানা-সদর, ৬। আরিছ খান (৩৭), পিতা-আদম খাঁ, সাং-কেনা, থানা-বিজয়নগর, ৭। মোঃ মহসীন ভূইয়া (৫০), পিতা-ইয়াকুব আলী ভূইয়া, সাং-মেড্ডা, থানা-সদর, ৮। নাজমুল হাসান (৪৬), পিতা-সামসুল হক, সাং-মধ্যপাড়া, থানা-সদর, ৯। মোঃ শাকির আহম্মেদ (৩৫), পিতা-মোঃ ফরিদ আহম্মেদ, সাং-দক্ষিণ ক্ষার, থানা-কসবা, ১০। মোঃ সফি (৩০), পিতা-মোঃ বাচ্চু মিয়া, সাং-পূর্ব মেড্ডা, থানা-সদর, ১১। রাজু ইসলাম (৩১), পিতা-শাহ্ জালাল মিয়া, সাং-পূর্ব মেড্ডা, থানা-সদর, ১২। হুমায়ুন কবির (৬০), পিতা- মৃত আমির হোসেন, সাং-পশ্চিম মেড্ডা, থানা-সদর, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়া মোট ১২ জন দালালকে গ্রেফতার করেন। নিরিহ লোকদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময় নিয়ম বর্হিভূতভাবে পাসপোর্ট তৈরী করে দেওয়ার অপরাধে উক্ত আসামীগনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ১নং আসামীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা এবং ১১ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। Related posts:অমর ২১শে বই মেলার ইতিহাসকসবায় আইনমন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেরবিজয়নগর উপজেলা আমার স্বরনীয় হয়ে থাকবে বিদায়ী প্রকৌশলী জামাল উদ্দীন Post Views: ৫৯১ SHARES জাতীয় বিষয়: