শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ড. মো. এনামুর রহমান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯ তিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউপির উজানচর কে.এন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মোঃ এনামুর রহমান। প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কেউ সামনে দাড়াঁতে পারবে না। সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে শক্তিশালী হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত। অনেক জায়গায় নিজেদের মধ্যে ঐক্য না থাকায় পিছিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। বন্যা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সরকার সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর জন্য বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে। প্রধানমন্ত্রী যতক্ষণ জেগে থাকেন ততক্ষণ দেশ নিয়ে চিন্তা করেন। শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর ও উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত লাভ করছে। আওয়ামী লীগ সংগঠিত হলে পুরো দেশ সংগঠিত হবে। ক্ষুধামুক্ত বাংলাদেশ বির্নিমানে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সহায়তা করার আহ্বান জানান। সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের উজানচর কে.এন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তফাজ্জল হোসেন তাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসু ইসলাম প্রমুখ। এর পূর্বে উজানচর কে.এন উচ্চ বিদ্যালয়ের ৩ কোটি ১৬ লক্ষ টাকায় ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্রর তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মোঃ এনামুর রহমান এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সচিব মো. শাহ্ কামাল, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাৎ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন প্রমুখ। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে। এতে সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পী ফকির শাহবুদ্দিন, লুইপা, বর্ণালী বিশ্বাস শান্তা, শামসুল হক চিশতী। Related posts:টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আ. লীগের শ্রদ্ধাময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শ্রীবরদীর রুহুল আমিন২৮ এপ্রিলের পর থাকছে না লকডাউন, শিথিল করা হবে বিধিনিষেধ Post Views: ৬১৮ SHARES অর্থনৈতিক বিষয়: