কসবায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে অর্ন্ত:সও্বার মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯

বিজয়নগর নিউজ।।ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে অর্ন্ত:সও্বার মামলায় আবুল বাশার (৪০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে পাঠানো হবে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। আবুুল বাশার জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার গণিতের শিক্ষক। আবুল বাশার পার্শ্ববর্তী কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।
দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী বাশারের কাছে গণিত প্রাইভেট পড়তো। তিন মাস আগে ওই শিক্ষকের স্ত্রী মাস খানেকের জন্য বাবার বাড়ি বেড়াতে যান। এসময় এই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন বাশার। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকিও দিয়েছিলেন ওই শিক্ষক। ফলে ছাত্রী ভয়ে কাউকে বিষয়টি জানায়নি। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে আবুল বাশারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
আমরা তাকে মেডিক্যাল চেকআপ করানোর প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) বলেন, মেয়েটি পেট ব্যাথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। পরে আল্ট্রাসনোগ্রাম করে দেখা গেছে সে তিন মাসের অন্তঃসত্ত্বা।