শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের মামলা দায়ের বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদুর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে বিচারক মাসুদ পারভেজ মামলাটি আমলে নিয়ে বিকেলে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার এজহারে বলা হয়, বিএনপি নেতা শামছুজ্জামান দুদু চলমান শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনা বিদায় হবে। দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এবং হত্যার হুমকি প্রদান করে। এর আগেও প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে বলেও এজহারে উল্লেখ করা হয়েছে। মামলার এজহারে শাহাদাৎ হোসেন শোভন, সুজন দত্ত, শামিম আহমেদ,মোমিন মিয়া, নাইম বিল্লাহ, সহিদুল ইসলাম রুবেল কে সাক্ষী হিসেবে দেওয়া হয়। মামলার বাদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, শামছুজ্জামান দুদু তার বক্তব্যে বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সেভাবে হত্যা করা হবে। এজন্য দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করেছি। মামলার আইনজীবী আকরাম হোসেন ডালিম সাংবাদিকদের জানান, আদালতের বিচারক মামলাটির ব্যাপারে বিকেলে আদেশ দেবেন বলে জানিয়েছেন। Related posts:পারস্য উপসাগরে এমভি আবদুল্লাহ, বিকেলে পৌঁছাবে দুবাইবিজয়নগর সমবায় ঐক্য পরিযদে সাংবাদিক সারোয়ার হাজারী সভাপতি সুমন সাধারণ সম্পাদক নতুন কমিটিচান্দুরায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ Post Views: ৮৩৭ SHARES Uncategorized বিষয়: