যুবলীগের নেতাকর্মী নিয়ে নিজ কার্যালয়ে সম্রাটের অবস্থান

প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : সংগঠনের নেতাকর্মী নিয়ে নিজ কার্যালয়ে অবস্থান করছেন ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

বুধবার সন্ধ্যা থেকে রাজধানীর কাকরাইলে যুবলীগের ওই কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।

মধ্যরাতেও যুবলীগের মহানগর দক্ষিণ শাখার নেতাকর্মীদের সেখানে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তারা জানান, ইসমাইল চৌধুরী সম্রাটের অফিসের ভেতর-বাইরে অনেক নেতাকর্মী রয়েছেন। তারা সম্রাটের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সন্ধ্যায় ওই পথে যাওয়া একজন পথচারী সুমন বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের অফিস হিসেবে পরিচিত ওই জায়গায় প্রতিদিনই লোকজন দেখা যায়। তবে আজ অন্য দিনের তুলনায় কিছুটা বেশি মনে হয়েছে।

কার্যালয়ে অবস্থানরত ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, র‌্যাব খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর নেতাকর্মীরা সবাই অফিসে ছুটে এসেছেন। তারা এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।