যুবলীগের পর এবার স্বেচ্ছাসেবক লীগ নেতার ক্যাসিনোতে র‍্যাবের অভিযান

প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফকিরেরপুল এলাকায় ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া অবৈধ জুয়া ও ক্যাসিনোতে অভিযানের পর স্বেচ্ছাসেবক লীগ নেতার ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। অভিযানে ১২টি জুয়ার বোর্ড, বিপুল পরিমাণ নগদ টাকা, জাল টাকা ও তাস জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।

এর আগে ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ মদ ও অর্থসহ ১৪২ জনকে আটক করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে ক্লাবের মালিক ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাব সূত্র জানায়, ওয়ান্ডারার্স ক্লাবে অভিযানের সময় সেখানে থাকা কয়েকজন পরিচালক পালিয়ে যান। এই ক্লাবের সভাপতি হলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কায়সার। ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মোমিনুল হক ওই ক্লাবে জুয়ার আসর বসানোর সঙ্গে জড়িত।