দেশের প্রতিটি মানুষকে নিরক্ষরমুক্ত করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অতিরিক্ত জেলা প্রশাসক মিতু মরিয়ম

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

আজ বিজয়নগর উপজেলার মৌলিক সাক্ষরতা প্রকল্প ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিজয়নগর উপজেলা হল রুমে বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মেহেরনিগার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মিতু মরিয়ম প্রধান আলোচক উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী মৌলিক সাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক আলী আকবর প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃণাল চৌধুরী লিটন ভাইস চেয়ার ম্যান সাবিএী রানী নির্বাহী পরিচালক আলমগীর কবির প্রমুখ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মিতু মরিয়ম বলেন দেশের প্রতিটি মানুষকে নিরক্ষরমুক্ত করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই প্রকল্প মাধ্যমে নিরক্ষর ব্যক্তিদের শিক্ষার মাধ্যমে শিক্ষার মূল ধারার সাথে সম্পৃক্ত করা হচ্ছে এছাড়াও মাদক জঙ্গিবাদ প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং যার যার অবস্থান থেকে সকলে অবস্থান নিলে মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ করা আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও প্রধান আলোচক বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন