জামাল ভূঁইয়াদের ফিটনেসে সন্তুষ্ট কোচ জেমি ডে

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৬ ফুটবলারের মধ্যে আবাহনীর ৭ জন রাতে দলের সঙ্গে রওয়ানা দিচ্ছেন উত্তর কোরিয়া এএফসি কাপের ফিরতি ম্যাচ খেলতে। বাকি ১৯ ফুটবলার নিয়ে আজ (শনিবার) সকালে অনুশীলনে নেমে পড়েছেন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে। ২৮ আগস্ট উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভের বিপক্ষে ম্যাচ খেলে ফিরে ক্যাম্পে যোগ দেবেন আবাহনীর ফুটবলাররা।

অনুশীলনের প্রথম সেশনের পর কোচ জেমি ডে জানিয়েছেন, তিনি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সন্তুষ্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টায় অনুশীলনে নেমেছিলেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ আগামী ১০ সেপ্টেম্বর কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। ম্যাচটি হবে তাজিকিস্তানের দুশানবের সেন্ট্রাল স্টেডিয়ামে।

‘এটা আমার জন্য সন্তোষজনক যে, খেলোয়াড়রা তাদের ফিটনেস ধরে রেখেছে। সবাই খুব ভালো অবস্থানে আছে। আশা করি ম্যাচের আগে তারা পরিপূর্ণভাবে তৈরি হতে পারবে। আগামী দুই সপ্তাহে তাদের আমি আরো শানিত করে তুলতে পারবো। খেলোয়াড়রা আমার অনুপস্থিতিতেও যে হোম ওয়ার্ক করেছে তার প্রতিফলন দেখতে পেয়েছি প্রথম সেশনেই’- বলেছেন কোচ জেমি ডে।

বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ের লাওস বাধা পার করিয়ে কোচ জেমি ডে প্রায় দুই মাস ছুটি কাটিয়ে ফিরেছেন ১৯ আগস্ট। ৯ দিন ঢাকায় অনুশীলন করিয়ে ২৬ সদস্যের দলকে ২৩ সদস্যের করবেন কোচ। তারপর ১ সেপ্টেম্বর উড়াল দেবেন তাজিকিস্তানের পথে। সেখানে ৯ দিন কন্ডিশনিং ক্যাম্প করার পাশাপাশি স্থানীয় দুটি ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে আফগানিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ।