গরু কলা গাছ খেয়ে ফেলায় কিশোরকে পিটিয়ে হত্যা Bijoynagar Bijoynagar Desk প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯ ময়মনসিংহের নান্দাইলে গরু কলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের আলীহরগাতি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় গুরুতর আহত হয় নাঈম (১৪) নামের ওই কিশোর। শনিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাঈম ওই গ্রামের আক্কাছ আলীর ছেলে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে চরবেতাগৈর ইউনিয়নের আলীহরগাতি গ্রামের আক্কাছ আলীর একটি গরু প্রতিবেশী আব্দুল জলিলের একটি কলা গাছ খেয়ে ফেলে। এই নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুল জলিলের ছেলে নাসির উদ্দিন নাঈমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, এ ঘটনায় নাসির উদ্দিন (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। Related posts:৩ মার্চ ১৯৭১ স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতাপাহাড়পুর ইউনিয়ন এর স্বার্থে আজাদ কে নৌকা মার্কায় ভোট দিন"ওস্তাদ আলাউদ্দিন খাঁ " ব্রিগেডকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মোকতাদির চৌধুরী এমপি Post Views: ১,১৭৪ SHARES জাতীয় বিষয়: