কলকাতার সিনেমায় মোশাররফ করিম Bijoynagar Bijoynagar Desk প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯ মঞ্চ থেকে টিভি নাটক। তারপর চলচ্চিত্র। সবখানেই সোনা ফলিয়েছেন তিনি। প্রযোজকের কাছে তিনি সোনার ডিম দেয়া হাঁস। দর্শকের কাছে বিনোদনের জাদুর বাক্স। যেখানে আছে সব রকম চরিত্রের জয়জয়কার। তিনি মোশাররফ করিম। প্রায় এক যুগ তিনি রাজত্ব করে চলছেন এ দেশের টিভি নাটকে। চলচ্চিত্রেও দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’ ইত্যাদি সিনেমায় তাকে অনেক দিন মনে রাখবে দর্শক। বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলায়ও তুমুল জনপ্রিয় মোশাররফ করিম। ইউটিউবের কল্যাণে পশ্চিমবঙ্গের দর্শকরা তার নাটক খুব উপভোগ করেন। এবার তারা প্রিয় অভিনেতাকে নিজের দেশের হলে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছেন। শিগগিরই কলকাতার একটি সিনেমায় অভিনয় করবেন মোশাররফ করিম। ছবিটি নির্মাণ করবেন ‘রসগোল্লা’খ্যাত নির্মাতা পাভেল। পরিচালকের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। বর্তমানে পাভেল জিৎকে নিয়ে ‘অসুর’ ছবির শুটিং করছেন। এ ব্যস্ততা কাটলেই মোশাররফ করিমের সঙ্গে সবকিছু চূড়ান্ত করবেন বলে জানা গেছে। সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন পরিচালক পাভেল। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ‘রসগোল্লা’ ছবিটি দিয়ে তিনি পরিচালক হিসেবে অভিষিক্ত হন। তার ছবিটি নানা মহলের প্রশংসা পেয়েছে। এরপর তিনি শুরু করেছেন তার ‘অসুর’ সিনেমার শুটিং। এখানে অভিনয় করছেন জিৎ, নুসরাত, পায়েল, আবির চ্যাটার্জির মতো তারকারা। এরপরের ছবিটিই তিনি নির্মাণ করবেন মোশাররফ করিমকে নিয়ে। ছবিটিতে তার বিপরীতে কলকাতার স্বস্তিকা বা শ্রীলেখা মিত্রকে দেখা যেতে পারে। এদিকে মোশাররফ করিম বর্তমানে কানাডায় রয়েছেন। পরিবারের সঙ্গে একান্তে কিছু সময় কাটাতেই তার কানাডা যাওয়া। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। Related posts:বিজয়নগরে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিতকলকাতায় দুই সিনেমার শুটিংয়ে হিরো আলমবিয়ের পর সোনাক্ষীকে কত কোটির উপহার দিলেন জহির Post Views: ১,০২৫ SHARES বিনোদন বিষয়: