ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্টিত

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২


বিজয়নগর (ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতা ঃ বিজয়নগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নের লক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে।আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো,মিজানুর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা,মো,মাছুম, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, এ,এম,শামিউল হক চৌধুরী, তাজুল ইসলাম, অলি মিয়া প্রমুখ । এতে বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্তিত ছিলেন। সভায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে।