বিজয় নগরে আব্দুর রাজ্জাক ফকির সাপ্তাহিক তিতাস বানী পএিকার প্রধান প্রতিবেদক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২২ আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত আভাষা সৈনিক ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি জাতীয় সংসদ সদস্য আরমা দত্ত এমপির প্রধান পৃষ্ঠপোষকতায় সাবেক ছাত্রনেতা মৃনাল চৌধুরী লিটন সম্পাদিত সাপ্তাহিক তিতাস বাণী পত্রিকায় বিজয়নগর উপজেলার প্রধান প্রতিবেদক হিসাবে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ফকিরকে নিয়োগ প্রদান করা হইল সাপ্তাহিকতিতাস বানী পরিবার তার কর্মহ্মেএে সফলতা কামনা করেন Related posts:ঘরে ২৪ মাসের শিশু, দিনরাত মানুষের সেবায় বিজয়নগরের পিআইও শাহীনূর জাহানবিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিভক্ত হেফাজত নানা চাপে কোণঠাসা Post Views: ৬২ SHARES গণমাধ্যম বিষয়: