বিজয়নগরে শিক্ষকদ্বয় মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২ দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বাবুমতিলাল বনিক(মতি স্যার) গতকাল প্রায় ২.৩০ ঘটিকার সময় পরলোক গমন করেন।এ ছাড়াও মুকুন্দপু উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ইন্তেকাল করেন এদিকে এই দুই শিক্ষক এর মৃর্তু্তে গভীর শোক প্রকাশ করেন শহীদ ধীরেন্দ্রনাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারপ্রতিষ্ঠাতা ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলা ছাএলীগের সভাপতি মৃনাল চৌধুরী লিটন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এর শোকাহত পরিবারদ্বয় এর প্রতি গভীর সমবেদনা জানানআত্মার শান্তি কামনা করেন Related posts:নির্মলেন্দু গুণ বন্ধু জয়নাল হাজারীর কিছু স্মৃতিকাল ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার প্রস্তুতিবিজয়নগর উপজেলা নির্বাহীকর্মকর্তা গুজব থেকে সচেতন থাকার আহবান Post Views: ৪২ SHARES Uncategorized বিষয়: