লুৎফুল হাই সাচ্চুর ছোট বোন অধ্যাপিকা মমতাজ বেগমের ইন্তেকাল

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

সাবেক উপসচিব মরহুম আবদুল হাই-এর ৪র্থ কন্যা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত লুৎফুল হাই সাচ্চুর ছোট বোন অধ্যাপিকা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (১৮মার্চ) বিকেলে ঢাকার একটি হাসপাতালে হ্নদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

আগামীকাল রবিবার (২০ মার্চ) বাদ আছর কসবার আড়াইবাড়িতে স্বামীর বাড়িতে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। মমতাজ বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করে আবুদাবী জায়ীদ বিন সুলতান আল মাহিয়ান কলেজে অধ্যাপনা করতেন। তার স্বামী ইঞ্জিনিয়ার শামসুল আলম আবুধাবী পাওয়ার ষ্টেশনের সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। চাকুরী থেকে অবসরের পর তারা ঢাকায় বসবাস শুরু করেন।
মমতাজ বেগম ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। আবদুল হাইয়ের ৫ পুত্র ও ৫ কন্যা সন্তানের মধ্যে মেয়েদের মধ্যে মমতাজ বেগম ছিলেন ৪র্থ। তারা ৫ বোনই মারা গেছেন।