ব্রাহ্মণবাড়িয়ায়া ট্রাকচাপায় বাউলশিল্পী নিহত

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় জামাল হোসেন (৩৫) নামে এক বাউলশিল্পী নিহত হয়েছেন। এ সময় সিদ্দিক মিয়া (৪৫), মোহাম্মদ আলামিন (৩৭) এবং ইয়াসিন মিয়া (২৮) নামে তিনজন আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার উড়শিউড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত জামাল ঢাকার কচুক্ষেত এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় আহত আলামিন জানান,একটি অটোরিকশায় করে তারা জেলার আখাউড়া উপজেলার আউড়ারচড় গ্রামে ওরসে যাচ্ছিলেন। পথিমধ্যে উড়শিউড়া এলাকায় তাদের বহনকারী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দেয়। এতে বাউলশিল্পী জামাল মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে

ঘটে। 
নিহত জামাল ঢাকার কচুক্ষেত এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় আহত আলামিন জানান,একটি অটোরিকশায় করে তারা জেলার আখাউড়া উপজেলার আউড়ারচড় গ্রামে ওরসে যাচ্ছিলেন। পথিমধ্যে উড়শিউড়া এলাকায় তাদের বহনকারী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দেয়। এতে বাউলশিল্পী জামাল মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে