আজ বাংলাদেশ ছাত্রলীগের৭৪ তম জন্মদিন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২ আজ বাংলাদেশ ছাত্রলীগের৭৪ তম জন্মদিন। জন্মদাতা: বাংলাদেশ জন্মের বীজ রোপন করা হয়েছিল ১৯৪৮ সালের ৪ জানুয়ারি; সংগঠনটির নাম বাংলাদেশ ছাত্রলীগ। জন্মদাতা: বাংলা ও বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি, আইয়ুব-বিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা-আন্দোলন, ছয়দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, পঁচাত্তর পরবর্তী জাতির পিতা-হত্যার নেপথ্য ও প্রকাশ্য কারিগর খুনি মোস্তাক-জিয়াবিরোধী আন্দোলন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন, খালেদা-নিজামীর দুঃশাসনবিরোধী আন্দোলন, ১/১১ এর সময় তথাকথিত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অপশাসনবিরোধী আন্দোলন, দেশরত্ন শেখ হাসিনা-মুক্তি আন্দোলনসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী প্রধান সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনটির বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময়ই ছিল। কারণ, এই সংগঠনের নেতাকর্মীরা-ই দেশমাতৃকার প্রয়োজনে নির্দ্বিধায় বুকের তাজা রক্ত ঢেলে দেয়। দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে ছাত্রলীগ রক্ত দিয়েছে ইতিহাসের বাঁকে বাঁকে। আজও ছাত্রলীগ রক্ত দেয় প্রতিক্রিয়াশীলগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে… দেশরত্ন শেখ হাসিনা-সৃষ্ট ডিজিটাল বাংলাদেশ নামক ক্যানভাসে বাংলাদেশ ছাত্রলীগ এর প্রত্যেকটি নেতাকর্মী প্রতিদিন এঁকে যাক প্রাযুক্তিক সাফল্য-চিত্র; শুধু এই প্রত্যাশা রইলো। শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ। Related posts:বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং আর নেইনৌকাদিয়ে বাড়ীতে গিয়ে বন্য কবলিতদের খদ্যসহায়তা দিলেন ইউএনও কে এম ইয়াসির আরাফাতব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে কটাক্ষ, আব্দুন নূর তুষারের বিরুদ্ধে মামলা জমা জেলা ছাএলীগ সভাপতি রবিউল ইসলাম র... Post Views: ৬৭ SHARES আন্তর্জাতিক বিষয়: