নাট্যকার, অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ স্যারের মৃত্যু বার্ষিকী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১ আজ ০৮/১১/২০২১, কবি, গীতিকার, নাট্যকার, অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ স্যারের মৃত্যু বার্ষিকী। সাহিত্যের ছোট কাগজ স্বদেশ এবং চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। অধ্যাপক এ, কে, এম হারুনুর রশীদ ১৯৪৩ সালের ১ জুন সাহেববাড়ি, পালপাড়া, কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি কসবা খাড়েড়া গ্রামে। তাঁর সাহিত্য সৃষ্টির মধ্যে তিয়াসা (নৃত্য-নাট্য), সাগরের ঠিকানা শিশিরে শয্যা (কাব্যগ্রন্থ), আমাকে ক্ষমা করো (কাব্যগ্রন্থ), মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া (প্রবন্ধ), কৃষ্ণ রমণী ও স্বদেশ (কাব্য), তবুও আকাশ নীল (নাটক), সুবর্ণ সংক্ষেত (নাটক), আউটার সিগন্যাল (নাটক), আবার শ্লোগান আবার যুদ্ধ (নাটক) ইত্যাদি উল্লেখযোগ্য । ১৯৬২ সাল থেকে তিনি চট্টগ্রাম ও ঢাকা বেতারের কন্ঠশিল্পী ছিলেন। ১৯৬৫ সাল থেকে আমৃত্যু বেতারের গীতিকার ছিলেন। ১৯৭১ সালে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে তিনি একজন দক্ষ সংগঠকের ভূমিকা পালন করেন। স্বপ্নসঞ্চারি ও আশাবাদী এই কবি মুক্তিযুদ্ধের রণাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে। সঙ্গীত, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা অস্থায়ী বেতার কেন্দ্র পরিচালনার ও দায়িত্বেও ছিলেন। তিনি সাহিত্য ও শিল্পকর্মের জন্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০০০ সালের ১ জুন তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে অবসর গ্রহণ । ১ মার্চ, ২০০৩ সালে তিনি লায়ন ফিরোজুর রহমান ওলিও রেসিডেন্সিয়াল একাডেমী সুলতানপুর, ব্রাহ্মণবাড়িয়াতে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ২০০৫ সালের ৮ নভেম্বর তিনি ব্রাহ্মণবাড়িয়ার মৌলভীপাড়াস্থ বাসভবন কবিতাঙ্গনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রাহ্মণবাড়িয়াস্থ শেরপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। অধ্যাপক এ, কে, এম হারুনুর রশীদের মৃত্যুর পর কবি জয়দুল হোসেন এর সম্পাদনায় এ, কে, এম হারুনুর রশীদ স্মারক গ্রন্থ প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া ‘হারুনুর রশীদ স্মৃতি পরিষদ’। Related posts:২৪ মার্চ ১৯৭১ব্রাহ্মণবাড়িয়া জেলাকে অবরুদ্ধ (লক ডাউন) ঘোষণা৪ঠা মার্চ ১৯৭১ ইতিহাসের এই দিনে Post Views: ৭৩ SHARES আন্তর্জাতিক বিষয়: