সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহব্বান মোকতাদির চৌধুরী এম পি

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে একটি মহল। এ বিষয়ে সজাগ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহব্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এক বিবৃতিতেমাধ্যমে এই আহবান জানানো হয়।

৷৷ বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার লক্ষ্যে একটি গোষ্ঠী বিভিন্ন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্বার্থান্বেষী মহল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশকে নস্যাৎ করতে চায়। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গোপনে নাশকতার ছক কষছে । বাংলাদেশ আওয়ামীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।