বিজয়নগরে নৌ পথে নৌ- দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১

 বিজয়নগরে নৌ পথে নৌ- দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুস্টিত হয়েছে।আজ সোমবার দুপুরে উপজেলা পরিসদ মিলনায়তনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার এএইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলি, সাবেক চেয়ারম্যান এড,তানভীর ভুইয়া,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, যুবলীগ সভাপতি রফিক মাষ্টার, সাধারণ সম্পাদক রাসেল খান প্রমুখ ।সভায় উপজেলায় নৌ দুর্ঘটনা রোধে এসিল্যান্ড রাবেয়া আসফার সায়মাকে প্রধান  করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ৫ কার্যদিবসে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিলে  রেজিষ্ট্রেশন এর মাধ্যমে উপজেলায় নৌ চলাচল শুরু করা হবে।উল্লেখ্য গত (২৭ আগস্ট) শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়কের লইছকা বিল সংলগ্ন নদীতে বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী  ট্রলারের  সংঘর্ষে ২৩ জন নিহত হয়। এর পর থেকে প্রশাসনিক ভাবে এই রুটে নৌ চলাচল বন্ধ ছিল।