অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১ স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিশ্বারোড খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল আলম বলেন, শুক্রবার সকালে সদর উপজেলার সুলতানপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে দেখতে পায় এক নারীর লাশ। তিনি বলেন, প্রাথমিকভাবে ওই মহিলা ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে, তবে তার নাম ও পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য ওই মহিলার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। Related posts:স্থগিত হয়নি, হাজার হাজার মানুষের উপস্থিতিতে মামুনুল হক কসবায় বক্তব্য দিয়ে গেছেনবিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আরোপ১৯শে নভেম্বর মুকুন্দপুর মুক্ত বিজয় Post Views: ১২৮ SHARES জাতীয় বিষয়: