ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা পদে রোহানা আফরোজ ও রিপা আক্তারের যোগদান

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

স্টাফ রিপোর্টার : ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে রোহানা আফরোজ ও বিবিএ, এমবিএ প্রোগ্রাম ফিন্যান্সের প্রভাষক পদে রিপা আক্তার যোগদান করেছেন।বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে নব-নিযুক্ত শিক্ষিকা রোহানা আফরোজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতীত্বের সহিত সমাজতত্ত্ব বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।তিনি অটিজম সচেতনতা ও শিশুর সামাজিকীকরণ বিষয়ে স্নাতকত্তোর পর্যায়ে থিসিস সম্পন্ন করেছেন। ইতিপূর্বে তিনি আর্ন্তজাতিক এস ও এস শিশুপল্লী বাংলাদেশে দক্ষতার সহিত কাজ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ প্রোগ্রাম ফিন্যান্সের প্রভাষক পদে নব-নিযুক্ত শিক্ষিকা রিপা আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ হতে কৃতীত্বের সহিত বিবিএ এবং এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ফেইসবুক পেইজ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষিকা নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।