ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন একহাজার দরিদ্র পরিবার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার একহাজার নিম্নআয়ের পরিবারের মাঝে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। Related posts:বিজয়নগর চম্পকনগরে বাজারে আগুনজঙ্গিবাদের আদিরূপ ও বর্তমান অবস্থামোকতাদির চৌধুরী এমপি হাতে তুলে দিলেন পাঠাগারের আজীবন সদস্য পএ Post Views: ১৫৮ SHARES Uncategorized বিষয়: