রুমানার আদেশ বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও হিসেবে আসছেন সাইফুল ইসলাম বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২১ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. সাইফুল ইসলাম মজুমদারকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০জুন) চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদায়ন করা হয়।মো. সাইফুল ইসলাম মজুমদার নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইউএনও পঙ্কজ বড়ুয়ার স্থলাভিষিক্ত হবেন। এর আগে গত ৭জুন রুমানা আক্তারকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করেন। বৃহস্পতিবার জারি প্রজ্ঞাপনে আগে প্রজ্ঞাপন বাতিল করে রুমানা আক্তারকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়৷এর আগে, গত ২৮মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়াকে নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। পঙ্কজ বড়ুয়া ২০১৯ সালের ১২ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। Related posts:জননেতা মো নাসিমের মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশমুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠান আার নেইবঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের পক্ষ থেকে অভিনন্দন Post Views: ১২৬ SHARES আইন-আদালত বিষয়: