ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বোনের বাড়িতে ভাইয়ের আত্মহত্যা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২১ সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বোনের বাড়িতে পাভেল মিয়া (২২) নামের এক ভাই ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছেন। গত বুধবার (২ জুন) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাভেল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আলামিন মিয়ার ছেলে।জানা গেছে, বুধবার দুপুরে দিকে বোনের বাড়িতে পাকা ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় পেচিয়ে ফাঁসিতে ঝুঁলে পাভেল আত্মহত্যা করেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে পাভেল আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,কারন পাভেল গত পাঁচ মাস যাবত বোনের বাড়িতেই থাকতেন। তার বোনের জামাইয়ের বাড়ির কাজ চলছিল। ওইখানে সে রাজ মিস্ত্রীর কাজ করতেন। গতকাল (বুধবার) দুপুরে কারও সাথে মোবাইলে কথা বলার পর ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেন। পরে তার বোন তা দেখে সবাইকে জানালে দরজা খুলে দেখেন পাভেলের লাশ ঝুলছে। এব্যাপারে সরাইল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। Related posts:যুবলীগের পর এবার স্বেচ্ছাসেবক লীগ নেতার ক্যাসিনোতে র্যাবের অভিযানপিতা থেকে কন্যা: দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চমক জাগানো উত্থানের গল্পকসবায় তরুণীকে ধর্ষণের ঘটনায় সালিশে দেড় লাখ টাকা জরিমানা, থানায় মামলা Post Views: ৬৯ SHARES আইন-আদালত বিষয়: