সম্প্রীতির ঈদ উপহার… বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ১১, ২০২১ সম্প্রীতির ঈদ উপহার……………………… আজ ২৮ রমজান কালই হয়তো বাঁকা চাঁদ উঁকি দিয়ে জানান দিবে ঈদের নির্ঘন্ট। করোনাকে পেছনে ফেলে কেউ নারীর টানে ঘড়ে ফিরছে, কেউবা আনন্দের উপাদান কেনা কাটায় ব্যাস্ত, কেউ হয়তো চুপচাপ বসে ফিকে ঈদ করার প্রস্তুতি নিচ্ছে। এদের সংখ্যা যথেষ্ট না হলেও নেহায়েত কম নয়। বুক ফাটেতো মুখ ফোটে না। সমাজের তাদের জন্য সীমিত আকারে ভাবারও কিছু আছে বলেই মানবতা আজো শীর্ষে। সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলেও ব্যাক্তির ক্ষুদ্র প্রচেষ্টা মোটামোটি। এমন কিছু ভিরের মাঝে সব সময় চেষ্টা করে #অলকা_স্যানিটারির জুয়েল দেব। স্বর্গীয় বিষ্ণুপদ দেবের একমাত্র ছেলে। তার ব্যাক্তিগত ক্ষুদ্র প্রচেষ্টায় এবার কমপক্ষে ৫০ টি পরিবারে ঈদের হাসি ফুটিয়েছে। তার ভালবাসার প্যাকেটে ছিল ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি পিয়াজ, ২ প্যাকেট তরল দুধ, ২ প্যাকেট নুডুলস, ৪ টি ডিম, কিচমিচ, ২ প্যাকেট সেমাই, ১ কেজি আলু। আমার মনে হয়েছে একদিনের ঈদ আনন্দের জন্য মন্দ নয়। আমরা চাই আগামীতে জুয়েল অসাম্প্রদায়িক সম্প্রীতির পরিধি আরো বেশি গতিশীল করবে। তোমার শুভ কামনায়। Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদ নেতা বিল্লাল গ্রেপ্তারবিজয়নগরে লকডাউনের চতুর্থ দিনেও উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি!বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগ লকডাউনে? Post Views: ১৬৬ SHARES জাতীয় বিষয়: