না ফেরার দেশে চলে গেলেন আওয়ামীলীগে দুঃসময়ের নারী নেত্রী

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

না ফেরার দেশে চলে গেলেন আওয়ামী লীগের দুঃসময়ের সঙ্গী ও ব্রাহ্মণবাড়িয়া মহিলা আওয়ামী লীগের নেত্রী সুলতা সাহা। রোববার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা কিরণ চন্দ্র সাহার স্ত্রী সুলতা সাহা। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। নির্বাচনও করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে। আওয়ামী লীগের দুঃসময়ে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির মাঠে ছিলেন সুলতা সাহা। যখন আওয়ামী লীগের রাজনীতিতে নারীর অংশগ্রহণ কম ছিল, সে সময় বিরোধী দলে থেকেও আন্দোলন-সংগ্রামে অংশ নেন তিনি।
তিনি একাই নয়, আন্দোলনে নিয়ে আসতেন তার সঙ্গে অন্য নারীদের। কিন্তু ৯ হাজার টাকা মাসিক বেতনে স্বামী কিরন চন্দ্র সাহা ব্রাহ্মণবাড়িয়ার একটি ফ্লাওয়ার মিলসে অফিস সহায়ক পদে চাকরি করেন। ওই টাকা দিয়ে বাড়ি ভাড়ার খরচ জুগিয়ে সংসার চলতো অভাব-অনটনে। এর মধ্যে তাদের একমাত্র ছেলে সন্তান মানসিক প্রতিবন্ধী হওয়ায় কষ্টের শেষ ছিল না।

এছাড়া সুলতা সাহা দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে সুলতা সাহার বয়স হয়েছিল ৬৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জামাল হোসাইন।