ইভিএমে আস্থা ভোটারদের, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ  আওয়ামী লীগের (নৌকা প্রতীকে) মনোনিত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ধানের র্শীষ প্রতীকে মনোনিত মেয়র প্রার্থী জহিরুল হক খোকন, (আওয়ামী লীগের বিদ্রোহী) সর্বদলীয় মেয়র প্রার্থী হাজী মাহমুদুল হক ভুইয়া, ওয়াকাস্ পাটির মনোনিত (হাঁতুরী প্রতীকের) মেয়র প্রার্থী কমরেড নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) প্রতীকে মেয়র প্রার্থী আব্দুল মালেকসহ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে ৬ জন প্রার্থী তাদের নিয়ে নিজনিজ মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়াও  সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন নারী, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন (পুরুষ) প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা উপস্থিত হয়ে নিজনিজ মনোনয়নপত্র জমা দেন তারা।

এদিকে এলাকার জনসাধারণের একক সংখ্যাগরিষ্ঠতায় ব্যাপক জনসমর্থণ অর্জণের মাধ্যমে নির্বাচনের আগেই বিনাপ্রতিদ্বন্দিতায় কাউন্সিলর পদে নির্বাচিত হতে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মোঃ ওমর ফারুক জীবন।

বিগতদিনে কাউন্সিলর হিসেবে সত্যতা ও নিষ্ঠায় দায়িত্ব পালনকালে এলাকার মানুষের ব্যাপক জনসমর্থণ ও ভালবাসা অর্জণ করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের এই জনপ্রিয় কাউন্সিলর ওমর ফারুক জীবন তার কর্মগুণে ভোটের আগেই দ্বিতীয়বারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর।

আরেকদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের তিনবারের সাবেক নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর আকতার হোসেন চৌধুরীও এবার এলাকার সাধারণ মানুষের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জণের মাধ্যমে আলোচনায় রয়েছেন তিনি । 

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আলোচিত ১২ নং ওয়ার্ডের ভাদুঘর থেকে এবার ব্যাপক  জনসমর্থণ ও সংখ্যাগরিষ্ঠতা অর্জণের মাধ্যমে সাধারণের মানুষের কাছেও ব্যাপক জনপ্রিয়তায় উঠে আসেন ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ারুল ইসলাম ভুইয়া। তাঁর সমর্থকদের দাবী, অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আনোয়ার ভুইয়া বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হবেন।

ভাদুঘর ১২ নং ওয়ার্ডের স্থানীয় এলাকার সমাজ সেবক ক্বারী আব্দুল্লাহ্ সাংবাদিকদের বলেন, আনোয়ারুল ইসলাম ভুইয়া এলাকায় ব্যাপক জনসমর্থণ লাভ করেছেন। নিরপেক্ষ নির্বাচন হলে আমরা শতভাগ আশাবাদী তিনি জয়ী হবেন। 

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (পৌরসভার ৩-৫ ও ৮নং) ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সভাপতি, কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ নাজিম উল্লাহ নাজুর সহধর্মিনী আসমা বেগম মৌসুমী। ইতিমধ্যে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ টি ওয়ার্ডের জনসাধারণের কাছে পরিচিতি লাভ করেছেন। তাঁর জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন তাঁর স্বামী সাবেক ছাত্রনেতা নাজিম উল্লাহ্ নাজু।

অন্যদিকে আসন্ন এই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহন অনুষ্ঠিত করার প্রস্তুুতিতে পৌর এলাকার ভোটারদের মাঁঝেও আস্থা ফিরেছে নির্বাচনী আমেজের। আসন্ন পৌরসভার এই নির্বাচনকে সামনে রেখে ভোটের আমেজে মুঁখরিত গোটা পৌর শহর।

এদিকে তফসিল অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার,১২ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে বলে সাংবাদিকদের জানান, জেলা রির্টানিং কর্মকর্তা। 

আগামী ২৮ শে ফেব্রুয়ারি ইভিএমের পদ্ধতিতে ভোটগ্রহণ হবে ব্রাহ্মণবাড়িয়ার এই পৌর নির্বাচনে।

ব্রাহ্মণবাড়িয়ার সদরের এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫০৪ জন।