কবি রউফ এর শিশুর কন্ঠে গান মজিব মোদের প্রান বই এর মোড়ক উন্মোচন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ বিজয়নগর নিউজ ।। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিজয়নগর উপজেলা বিজয়নগর উপজেলার কবি মো রউফ এর কবিতাগ্রন্থ শিশুর কন্ঠে গান৷ মজিব মোদের প্রান বইটির মোড়ক উন্মোচন করা হয়বিজয়নগর উপজেলা হল রুমে পাহাড়পুর ইউ পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার সভাপতিত্বে উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রাসেল খান উপস্হাপনায় প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলার৷ নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াছিন আরাফাত বিযেশ অতিথি সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান উপজেলা স্াহ কর্মকর্তা ডা মাসুম প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন সাধারন সম্পাদক জিহাদুল হক বাবু উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রানমিক সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার দবীর হোসেন ভুইয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আ রাজ্জাক ফকির অধ্যক্ষ ইমরান খান অধ্যাপক সাদেকুল ইসলাম রতন সাংবাদিক তানভীর আমিদ রাজীব আ বাসির মেম্বার আ হামিদ সহ উপজেলা বিভিন্ন কার্যালয় এর কর্মকর্তা গন মোড়ক উন্মোচন অনুস্টান প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু কোন অঞ্চল এবং কোন দলের নন তিনি পুরো বাংলাদেশের। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতাগুলোকে পড়ান জন্য আহ্বান জানান উপস্থিত সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। Related posts:বিজয়নগরে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য উজ্জ্বলতর দিন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীপ্রতিথযশা অধ্যাপক অজয় রায় আর নেই Post Views: ৩৪ SHARES আন্তর্জাতিক বিষয়: