নাসিরনগরে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১ জন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০ বিজয়নগর নিউজ ডেস্ক:- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষে আক্কাস মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার মহিষবেড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আক্কাস ওই গ্রামের মৃত মারাজ মিয়ার ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মহিষবেড় গ্রামের বাসিন্দা রুহুল আমিনের কাছে সুদের টাকা পেতেন হোসেন আলী নামের এক ব্যক্তি। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল ১০টার দিকে দুইপক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আক্কাস মিয়াসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আক্কাস মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। Related posts:বিজয়নগরে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহতবিজয়নগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি নির্দেশে মৃনাল চৌধুরী লিটন মানবিক সাহা্য্য বিতরন Post Views: ২৪০ SHARES Uncategorized বিষয়: