বিজয়নগরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালনে যুব উন্নয়ন কর্মকর্তার নানা অনিয়মের অভিযোগ!

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২০

বিজয়নগর নিউজ ডেস্ক:- ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ পাল‌নে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দে‌লোয়ার হো‌সে‌নের বিরু‌দ্ধে নানান অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে । জানা যায়, প্রতি বছরই সরকা‌রি বরা‌দ্ধের পাশাপা‌শি তি‌নি উপ‌জেলার প্রতি‌টি যুব সংগঠ‌ন থে‌কে যুব দিবস পাল‌নে হাজার হাজার টাকা চাদা উঠান । আর তারই ধারাবা‌হিকতায় এ বছরও তি‌নি যুব সংগঠ‌নের সদস‌্যদের‌কে নি‌য়ে তার কার্যাল‌য়ে এক প্রস্তু‌তি সভা ক‌রেন । উক্ত সভায় খাবা‌রের মেনু নির্ধারন ক‌রে প্রতি পে‌কে‌টে ১৫০ টাকা ক‌রে বা‌জেট ধ‌রেন । আর সেই অনুপা‌তে তি‌নি ১০ টি যুব সংগঠন থে‌কে সরকারী বা‌জে‌টের বাই‌রেও প্রায় ২০ হাজার টাকা চাদা বাবদ কা‌লেকশন ক‌রেন । দিব‌সের সমস্ত দায় দা‌য়িত্ব তি‌নি নি‌জেই গ্রহণ ক‌রেন । আর তার ই‌চ্ছেমত নিম্ম মা‌নের খাবার সরবরাহ ক‌রেন । এ‌তে যুব সংগঠ‌নের লোকজন ক্ষুব্দ হ‌য়ে প্রতিবাদ ক‌রেন । তি‌নি নিম্ম মা‌নের খাবার সংগ্রহ ক‌রে তার প‌কেট ভারী ক‌রে‌ছেন ব‌লে যুব সংগঠ‌নের লোকজন দাবী কর‌ছেন । গত বছর সাতগাও যুব সংগঠ‌নের সাধারণ সম্পাদক মাসুক মিয়া‌কে তার খর‌চের টাকা না দি‌য়ে উক্ত যুব উন্নয়ন অ‌ফিসার অপমান ক‌রেছেন । সারা বছর যুব সংগঠ‌নের সদস‌্যদের‌কে দি‌য়ে বি‌ভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করান কিন্তু বা‌জেট নাই নাই ব‌লে সংগঠ‌নের সদস‌্যদের‌কে বোকা বা‌নি‌য়ে হাজার হাজার টাকা আত্বসাৎ কর‌ছেন । কোন ধর‌নের মি‌ডিয়া‌কে না জা‌নি‌য়ে মনগড়া মত বেনার টা‌নি‌য়ে ট্রেনিং এর না‌মে দূ‌র্নিতি কর‌ছেন ব‌লে তার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে । যুব ঋন বিতর‌নেও তি‌নি নানান অ‌নিয়ম কর‌ছেন । মনগড়া মত যার সা‌থে তার ভাল সম্পর্ক শুধু তা‌কেই ঋন দি‌চ্ছেন । বাকীরা বছ‌রের পর বছর ঘু‌রেও কোন সু‌বিধা পা‌চ্ছেন না । ২০১০ সা‌লে বিজয়নগর উপ‌জেলা সৃ‌ষ্টির পর হ‌তে তি‌নি এখা‌নে যোগদান ক‌রে‌ছেন । দীর্ঘ ১০ বছ‌রে তি‌নি অ‌নিয়‌মের পাহাড় গ‌ড়ে‌ছেন ব‌লে তার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে । এ ব‌্যাপা‌রে তিতাস ফ্রেন্ডস যুব সংগঠ‌নের সদস‌্য পিন্টু মালাকার ও অ‌ভিযান এর সদস‌্যবৃন্দসহ সকল যুব সংগ‌ঠেন সদস‌্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা‌চ্ছেন । এ বিষয়‌টি অ‌ভিযান এর চেয়ারম‌্যান মোঃ সারুয়ার হাজারী পলাশ সকল যুব সংগঠ‌নের পক্ষ থে‌কে বিজয়নগর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসারকে বিষয়‌টি ফো‌নে জা‌নি‌য়ে‌ছেন এবং তার প্রতিকা‌রের দাবী ব‌্যক্ত কর‌ছেন ।