শারদীয় পূজায় ইউ এন ও ইয়াছিন আরাফাতের শুভেচ্ছা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০ বিজয়নগর উপজেলায় শারদীয় দূর্গা পূজা ২০২০এর শুভেচ্ছা দুর্গা পূজা মানেই ছোট বেলার সেই নতুন নতুন তিন চার জোড়া জামা কাপড় চোপর কেনা। পুজার সময় ভালো ভালো ভালো খাওয়া দাওয়া। আর সারাদিন হইহুলোর করে ছুটে বেরানো। পড়াশোনা শিকিয়ে তুলে দেওয়া, আরও কত কি ! আর সার বছর ধরে অপেক্ষায় থাকা হয় কবে দুর্গা পূজা আসে। এবারও তার ব্যতিক্রম নয়। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম িইয়াছিন আরাফাত এর পক্ষ হতে সবাইকে শারদীয় দূর্গা পূজা ২০২০ এর শুভেচ্ছা জানিয়ে ছেন Related posts:জামালউদ্দীনের মৃত্যুতে সাবেক ছাএনেতা মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ১৭ জন নেতাআমানুল হক সেন্টু'র মৃত্যুতে মৃণাল চৌধুরী'র শোক Post Views: ৬৮ SHARES Uncategorized বিষয়: