বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার সহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাব কে এম ইয়াসির আরাফাত। আজ মঙ্গলবার ২৫ আগস্ট ২০২০ দুপুর ১২.৩০ টা হতে উপজেলার চান্দুরা ইউনিয়নের অামতলীবাজার সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৪ মামলায় ১০,৯০০ টাকা অর্থদন্ড দণ্ডিত করেন। সরকারি নির্দেশ অমান্য করে মাস্কবিহীন অবস্থায় বাইরে চলাফেরা করায়, সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫ (১) (খ) ধারায় ১২টি মামলায় ১২ জনকে ৪,৯০০ টাকা। এবং সড়ক পরিবহন অাইন ২০১৮ অাইন অমান্য করে মাথায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও বৈধ কাগজপত্র ছাড়া ট্রাক চালানোর অপরাধে ০২ টি মামলায় ০২ জনকে ৬,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন, উপসহকারী কর্মকর্তা ( ভূমি) জনাব মাহবুবুর রহমান এবং বিজয়নগর থানা পুলিশ। জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কেএম ইয়াসির আরাফাত, এসময় উপস্থিত জনগণকে মাস্ক পরিধান করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন ও হতদরিদ্র লোকের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। তিনি আরো জানান- আইন-শৃঙ্খলা রক্ষার্থে, দেশ উন্নয়নে, সর্বোপরি জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।