ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ হাজার মসিজদে একাধিক জামাতে ঈদের নামাজ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২০

চলমান করোনা সংকট মোকাবেলায় সচেতনতার অংশ হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে মসজিদ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে মসজিদগুলোতে সামাজিক দুরুত্ব মেনে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা। সকাল ৭ টা ও সাড়ে ৭টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এছাড়াও শেরপুর জামে মসজিদ, টেংকের পাড় জামে মসজিদ, মদিনা মসজিদ, পৈরতলা মসজিদুল কোবাসহ জেলার ৪ হাজার ৫শ মসিজদে একাধিক জামাতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিজয়নগর উপজেলা মসজিদে মসজিদে ঈদের নামসজ আদায় করা হয়

Share this: