এড মাহবুবুল আলম খোকনের মায়ের মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোক প্রকাশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সন্মানিত সভাপতি শফিউল আলম লিটন ও জেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজ্ঞ অ্যাডভোকেট জনাব মাহবুবুল আলম খোকন এর মা বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন,,,,, ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন । মরহুমার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করেন ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা৷ ছাএলীগের সাবেক সভাপতি ও সাপ্তাহিক তিতাস বানী পএিকার সম্পাদক মৃনাল চৌধুরী লিটন শোক বার্তায় উনার রুহের মাগফেরাত কামনা করেন। আল্লাহতায়ালা উনার পরিবারকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান কামনা করেন Related posts:পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যুআমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকে দূরে সরে আসছি: র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিআলেম-ওলামা আর ধর্মব্যবসায়ী হেফাজত এক নয় ---------------------------------------পীর হাবিবুর রহমান Post Views: ৩৫৯ SHARES জাতীয় বিষয়: