কামাল লোহানীর মৃত্যুতে র আ ম উবাইদুল মোক্তাদিরচৌধুরী র শোক প্রকাশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২০ ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, উদীচী’র সাবেক সভাপতি, পরম শ্রদ্ধেয়, কামাললোহানী মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেন জাতীয় সংসদ সদশ্য বিমান ও পর্যটন মন্তনালয় সংসদীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি । শোক বার্তায় মরহুম এর মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার প্রতি অতল শ্রদ্ধা এই মহান ব্যক্তিত্বের জন্য।জ্ঞাপন করেন Related posts:বিজয়নগরে চাল চুরির ঘটনায় বিপাকে অটোরিকশা চালক,নিরাপত্তা হীনতায় ৬ মেম্বার সহ কবি তাবরিজ সরকারব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালাল নির্মূল অভিযান শুরুরাজনীতি ছাড়াও সামাজিক কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করেছিলেন আইভি রহমান –বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার Post Views: ১৩১ SHARES জাতীয় বিষয়: