সস্ত্রীক করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) তাদের টেস্ট করা হলে শুক্রবার (১২ জুন) তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়। মুক্তিযু্দ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। Related posts:ব্রাহ্মণবাড়িয়া তান্ডবের জন্য সাজিদুর-মোবারকউল্লাহসহ সহযোগীদের গ্রেফতার চান মোকতাদির চৌধুরীআমি জীবিত আছি, আমাকে হেল্প করুনআজ অবিভক্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মহা প্রয়ান দিবস Post Views: ৩৩৬ SHARES জাতীয় বিষয়: