নাসিরনগরে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

বিজয়নগরনিউ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. শরিফ উদ্দিন(৩৫) নামে এক স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় তাঁর নিজ বাড়িতে শ্বাসকষ্ট ও কাশি থাকায় আশংকাজন অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওই ব্যক্তি ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শ হিসেবে ২০০৮ সালের নভেম্বরের ২৬ তারিখ নাসিরনগর পরবিার পরিকল্পনা অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি ফান্দাউক ইউনিয়নে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পান অফিসার ডা. অভিজিৎ রায় বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি বেশকিছুদিন যাবত কাঁিশ ও শ্বাষকষ্টে ভুগছিলেন। ঘটনার দিন সকালে আশংকাজন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওই ব্যক্তি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে পরিদর্শক হিসেবে কাজ করতেন। কয়েকদিন আগে শ্বাসকষ্ট ও কাশি নিয়ে অসুস্থ ছিলেন। বুৃধবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে তা রোগতত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ (আইইডিসিআর) এ পাঠানো হবে। উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী জানান, স্বাস্থ্য বিধি মেনে তাঁর লাশ দাফন করা হবে। পাশাপাশি তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে।