নাসিরনগরে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

বিজয়নগরনিউ।। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরসগর উপজেলার কয়েকটি ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলে ভয়াবহ ঘুর্নিঝড়ে কয়েকটি গ্রামে লণ্ডভণ্ড করে গেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এসময় সময়ে নারী, পুরুষ ও শিশুদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠে আকাশ বাতাস। এ ঘূর্ণিঝড়ে বাড়িঘর,গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নদীতে থাকায় ৫টি মালবাহী নৌকা উল্টে মালামাল নষ্ট হয়ে গেছে। এতে আহত হয়েছে দুইজন। তারা হলেন,আশুরাইল গ্রামের পোষ্ট অফিস স্টাফ সোহেল আহমেদ ও একই এলাকার রাজা বাড়ির লিটনের ছেলে মহরম আলী (৮)কে নাসিরনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোজঁ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিমপাড়া, বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল, বেণীপাড়া, ইছাপুর, শ্রীঘর৷ এছাড়াও পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর, গোর্কন ইউনিয়নের চৈয়ারকুড়ি ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া, গোয়ালনগর ইউনিয়নের রামপুর সহ আরো কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত৷ উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সঠিক তথ্য নিরুপনে কাজ করছিল। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতি নিরূপণে উপজেলা প্রশাসন৷ মাঠে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসনে পাঠানো হবে।