কবি আফরোজা আরফির কবিতা

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

রোমান্টিক বাংলা কবিতা

তুমি তো চাইলেই

উদ্বেল তমসাচ্ছন্ন হতে পারো,

তুমি তো অভিপ্রায় করলেই

আমাকে অনন্যচিত্তে

অনুসঙ্গ দিতে পারো,

চকিত চপল প্রনয়লীলায়

মেতে উঠতে পারো।

ভয়, দ্বিধা, কুন্ঠা?

নাকি সংকোচ

নাকি সংশয়?

বিদিত নেই আমার।

খুব করে

জ্ঞাত হতেও চাই না।

আমি যে স্টোয়িক!

তোমার গোপনে

অবগাহন করে

আমি হৃষ্ট

। তোমাতে অনুধ্যান করে,

তোমাকে বিনির্মাণ করে

, আমি সুখানুভব করি;

আমি দিশেহারা হই।

আমি তোমার প্রনয় সাগর

জলে ডুবে

নিরূদ্বেগ অনুভব করি।

তুমিও আমাকে ভালোবাসবে,

আমাকে নিগূঢ়ভাবে চাইবে,

আমাকে গভীরভাবে খোঁজবে

, আমাকে ভালোবাসায়

ভরিয়ে দিবে।

তোমার হেয়ালে, চৈতন্যে

কেবলই আমাকে নিয়ে

আচ্ছন্ন থাকতে হবে

এমন কিছুই

আমি চাই নি।

আমি যে তোমাকে পেয়েছি

, তোমাকে নিয়ে ঋদ্ধ হয়েছি

, ভালোবাসার প্রশান্তি পেয়েছি।

আমার চিন্তনে,

আমার অস্তিত্বে,

আমার মননে, মস্তিষ্কে তুমি,

এটাই আমার কাছে ভালোবাসা।

ভালোবাসি বলে আজন্ম

তোমার সাথে থাকতেই হবে

এমনটা কিন্তু নয়।

আমি যেটুকু সময়ের জন্য

তোমাকে ভাবছি,

তোমার মাঝে নিজেকে হারাচ্ছি

, তোমার অদৃশ্য স্পর্শ অনুভব করছি

, তোমাকে মনোমধ্যে

স্হান দিতে পেরেছি,

এটাই আমার কাছে ভালোবাসা

। কোনো দিন হয়তো

আমাদের অনুরণন হবে না!

প্রচ্ছন্নভাবে চাই ও না।

কারণ,

আমি যে স্টোয়িক

! আমি যে তোমাকে

ভালোবাসতে পেরেছি,

তোমাকে হৃদয়ের

নিগূঢে বসাতে পেরেছি

এতেই আমি তৃপ্ত,

পুলকিতো,

তোমার ভালোবাসার অদৃশ্য স্পর্শে

আমি স্ফীত

। এটাই আমার

কাছে ভালোবাসা।