বিজয়নগর বাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান মেহের নিগার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, মে ২২, ২০২০ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংকট মোকাবেলায় বিজয়নগর উপজেলা পরিষদের প্রাঙ্গণে মানবিক সাহায্য হিসেবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে সরকারি এাণ (জিআর) বিতরণ করছেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান – নাছিমা লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসার -মেহের নিগার, জেলা পরিষদের সদস্য ও বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি – জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী – মোঃ জামাল উদ্দিন এবং বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি -জনাব মৃণাল চৌধুরী লিটন। এছাড়াও উপ নির্বাহী কর্মকর্তা উপজেলা চত্বরে সকালে ৬০টিপরিবারের সদস্যদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন দান বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন আজকে কঠিন সময়ে সকলকে সচেতনভাবে চলাফেরা করতে হবে তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে বিজয়ী নগরবাসীকে অনুরোধ করেন Related posts:বিজয়নগরে সেচ পাম্পের ২টি ট্রান্সমিটার চুরি, থানায় মামলাব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগরে ফটো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণআজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন Post Views: ৪০১ SHARES জাতীয় বিষয়: