এবার শিশুখাদ্য নিয়ে ছুটছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মে ৯, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে চিকিৎসকদের সুরক্ষার জন্য ডক্টরস সেফটি চেম্বার করে দেয়ার পর এবার শিশুদের জন্য খাবার নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। শনিবার (৯ মে) দুপুরে জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের অসহায় পরিবারের শিশুদের জন্য ৫০টি খাবার প্যাকেট পৌঁছে দেন জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। শিশুখাদ্যের মধ্যে রয়েছে দুধ, বিস্কুট, সুজি ও চিনি। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে শিশুখাদ্যগুলো দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। এর আগে জেলা সদর হাসপাতালের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় ডক্টরস সেফটি চেম্বার বানিয়ে দেয় জেলা ছাত্রলীগ। এ কাজেও ছাত্রলীগ নেতৃবৃন্দকে সহায়তা করেন সাংসদ মোকতাদির চৌধুরী। জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, দেশের এই সংকটকালে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। সে মোতাবেক সাংসদ মোকতাদির চৌধুরীর দিকনির্দেশনায় জেলা ছাত্রলীগ নেতারা সাহায্য-সহযোগিতা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। যতদিন করোনাভাইরাসের দুর্যোগময় পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত ছাত্রলীগের সহায়তা অব্যাহত থাকবে। শিশুখাদ্য দেয়ার সময় সাবেক ছাত্রলীগ নেতা প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃণাল চৌধুরী, ইউপি সদস্য তফসিরুল আলম, জেলা ছাত্রলীগ নেতা মোবারক হোসেন জিসান, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হৃদয়সহ প্রমুখ উপস্থিত ছিলেন।