বিজয়নগর উপজেলায় বিরামহীন কাজ করে যাচ্ছেন ইউ এন ও মেহের নিগার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ বিজয়নগর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন কি-না তা পর্যবেক্ষণের জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার । এই কার্যক্রম অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। ইউএনও মেহের নিগার জানান, আগে যারা প্রবাস থেকে দেশে ফিরেছেন এমন ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তারা সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন মানছেন কি-না তা যাচাই করতে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। কোন ভাবেই বিষয়টি আর হালকা ভাবে নেয়া হচ্ছে না। বিষয়টি কঠোর মনিটরিং করা হচ্ছে। ইউএনও আরো জানান, এই মুহূর্তে বিজয়নগর উপজেলায় যারা হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। । এদের বিষয়ে কঠোরভাবে মনিটরিং চালানো হচ্ছে। বাইরে বের হলে বা কোথাও যাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ২১ সদস্য ও ওয়ার্ড পর্যায়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। এরা করোনা বিষয়ে মানুষকে সচেতন করবে। এছাড়া, সকল চেয়ারম্যানদেকের কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। এদিক উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্ব বাজার মনিটরিং করা হয়, করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ হয় এবং হোম কোয়ারেন্টিন অমান্য করায় মোবাইল কোর্টে মাধ্যমে জরিমানা আদায়ের পাশাপাশি হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়। এলাকার কর্মহীন শ্রমজীবী মানুষ জানান ইউএনও মেহেনিগার বিরামহীনভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন এমনকি রাতের আঁধার ও ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হন হতদরিদ্রদের বাড়িতে Related posts:শহীদ নুর হোসেন দিবস পালনবিজয়নগরে সাতগাও রুপসী বাংলা যুব স্পোটিং ক্লাবে জাতীয় শোক দিবস পালিতশারদীয় দুর্গোৎসবে মৃনাল চৌধুরী লিটনেের শুভেচ্ছা Post Views: ২৪২ SHARES আইন-আদালত বিষয়: