বিজয়নগরে রাতের আধারে এান সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউ এন ও মেহের নিগার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নের অসহায়দের মাঝে নিজে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে ইউএন মেহের নিগার। পাশাপাশি করতে হচ্ছে বাজার মনিটরিং সহ বিভিন্ন কাজে। প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই এলাকায় অসহায় এক বৃদ্ধাকে খাদ্যদ্রব্য পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার। বুধবার সন্ধ্যার পর উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই, ইসলামপুর, বীরপাশা এলাকায় রাত ১০ টা পর্যন্ত অসহায়, কর্মহীন, দরিদ্র মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন তিনি। এছাড়াও তার নির্দেশে উপজেলার বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে কর্মহারা অসহায় দরিদ্র লোকদের নিকট খাদ্যদ্রব্য সামগ্রী গুলো পৌছানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা তৃণমূল পর্যায় যারা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের নিকট এ ত্রাণ সামগ্রী গুলো পৌছানো হচ্ছে। এসময় ইউএনও মেহের নিগার সকলের নিকট অনুরোধ করে বলেন, সরকার আপনাদের ত্রাণ দিচ্ছেন। আমরা আপনাদের পাশে আছি। দয়া করে আপনারা কেউ ঘর থেকে বাহির হবেন না। সবাই ঘরে থাকুন। আর মহান সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করুন। আপনারা সবাই সরকারে নির্দেশনা মেনে চলুন। সর্তকতা অবলম্বন করুন। সবাই ভাল থাকবেন।