র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি নির্দেশে তৌফিকুল ইসলাম মুকুল ভুইয়ার খাদ্য সামগ্রী বিতরন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ আজ বিজয়নগর উপজেলার ব্রাহ্মণ বাড়ীয়া বিজয়নগর আসনের সংসদ সদশ্য জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি নির্দেশনায় সুফিয়া লতিফ ফাউন্ডেশন এর আয়োজনে বিজয়নগর মিলন বাজার ভুইয়া ব্রীক্স মিলে মুরহুম লতিফি ভুইয়ার পুএ তৌফিকুল ইসলাম মুকুল ভুইয়া উদ্যোগে করুনা ভাইরাসের কারণে করুনা ভাইরাস এর কারনে শ্রমজীবী কর্মহীন দৃষ্টি প্রতিবন্ধী সহ স্মল ছিন্নমূল দুই শতাদিক পরিবারের বাজে মানবিক সাহায্য হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেনএসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন বিতরন কালে মুকুল ভুইয়া বলেন বলেন আজকে আমাদেরকে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা অক্ষর অক্ষর এ পালন করতে পারব হবে এবং সকলকে নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে সুস্থ ও স্বাভাবিক রাখতে এবং পরিবারকে সুস্থ রাখতে সকলের ভূমিকা অপরিহার্য এছাড়াও তিনি বলেন আজকে যারা এলাকায় ধনাঢ্য ব্যক্তি বর্গ আছেন সকলেই ছিন্নমূল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে শিশু পার্ক তিতাসের উদ্বোধননাসিরনগরে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১ জনবিজয়নগরের হরষপুরে আপত্তিকর অবস্থায় স্কুল শিক্ষিকা, এলাকায় তোলপাড় Post Views: ৪৮৪ SHARES Uncategorized বিষয়: