৪৮০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন মোকতাদির চৌধুরী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের চার হাজার ৮০০ অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে এ ত্রাণ বিতরণ করা হয়। করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতি যতদিন চলবে ততদিন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রত্যেক পরিবারের মাঝে আট কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি ডাল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি আটা ও দুটি সাবান বিতরণ করা হয়। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও বাড়ছে। এ অবস্থায় প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলার অনুরোধ জানান মুকতাদির চৌধুরী। এছাড়াও সমাজের বিত্তবানদের শ্রমজীবী মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। Related posts:বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা তা মেনে নেওয়া য়ায় না হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষ...সেলিম চৌধুরী ছিলেন গন মানুষের নেতা নাসিমা মুকাই আলীকরোনা আক্রান্ত হয়ে দুদক পরিচালকের মৃত্যু Post Views: ২২০ SHARES আন্তর্জাতিক বিষয়: