বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ জিয়াদুল হক বাবু : বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নিহত হয়েছে।সে উপজেলার শশুই গ্রামের। পুলিশ জানায়, শনিবার রাত ৯.৩০ ঘটিকার সময় ঢাকা- সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে সিলেটগামী মাইক্রোবাস ও শশুই গামী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরে বসে থাকা আইয়ুব আলী সিটকে পরে ঘটনা স্থলে নিহত হয়।এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি তদন্ত আ,স,আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। Related posts:পীর হাবিবুর রহমানের মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপির শোকআটকে পড়া বৈধ প্রবাসীরা আগষ্টের শুরু থেকে কুয়েতে প্রবেশ করতে পারবেশিক্ষাই পারে একটি মানবগোষ্ঠীকে এগিয়ে নিতে: মোকতাদির চৌধুরী এমপি Post Views: ৪০৬ SHARES জাতীয় বিষয়: ঢাকা সিলেটবিজয়নগরসড়ক দুর্ঘটনা