বিজয়নগরে কর্মহীন ৪০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইউএনও মেহের নিগার

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় প্রদত্ত ত্রাণ সামগ্রী কর্মহীন ও অসহায়দের মাঝে বিতরণ করেছেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর আশ্রয়ন প্রকল্পে ৪০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার কর্মহীন মানুষের উদ্দেশ্যে বলেন, আপনাদের সেবা করার জন্য আমরা মাঠে নিয়জিত আছি। দয়া করে অকারনে ঘর থেকে বের হবেন না। সুস্থ্য সবল থাকতে চাইলে অব্যশই সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সে সাথে ছোট ছোট বাচ্চাদের প্রতি আরো যত্নশীল হতে হবে। আমরা একটু সচেতন হলেই এ মাহামারি করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুল,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তানভীর আমিদ রাজীব, উপজেলা নিবার্হী অফিসারের সিএ কামরুল ইসলাম প্রমুখ।